অবৈধ ভিওআইপিতে দিনে ২ কোটি কল

২৫ আগষ্ট, ২০১৯ ১৩:৪১  
বৈধপথের সাথে পাল্লা দিয়ে নিয়ন্ত্রণহীনভাবে বাড়ছে অবৈধ ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) কল। রাজধানী ছাড়িয়ে জেলা পর্যায়ে পৌঁছে গেছে ভিওআইপি কার্যক্রম। ফলশ্রুতিতে সরকার অনুমোদিত গেটওয়ে এড়িয়ে কম খরচে ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে বিদেশ থেকে কল আসার পরিমাণ বেড়েছে প্রায় ৭৫ শতাংশ। এতে সরকারের রাজস্ব কমেছে এক হাজার কোটি টাকারও বেশি। নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির হিসেবে, দেশে প্রতিদিন প্রায় দুই কোটি কল হচ্ছে অবৈধ ভিওআইপি প্রযুক্তি ব্যবহার করে। সূত্রমতে, অবৈধ ভিওআইপিতে দিনে ২ কোটি কল হচ্ছে। বিদেশি কল প্রতিদিন গড়ে ১২ কোটি মিনিট থেকে কমে দাঁড়িয়েছে প্রায় সাড়ে চার কোটিতে। অর্থাৎ প্রায় ৮ কোটি কল অবৈধ ভিওআইপিতে হচ্ছে। এতে রাজস্ব আয় দুই হাজার কোটি থেকে কমে দাড়িয়েছে ৯শ' কোটিতে। অপরদিকে ২০১৫ সাল থেকে দু'দফায় আন্তর্জাতিক কল রেট দেড় সেন্ট থেকে বাড়িয়ে আড়াই সেন্ট বাড়ানোর পাশাপাশি হোয়াটসঅ্যাপ, ইমোর মতো ওভার দ্য টপ সেবার ব্যবহার বেড়ে যাওয়ায় বৈধপথে কল আসার পরিমাণ কমছে বলে মনে করছে স্থানীয় মোবাইল অপারেটর প্রতিষ্ঠানগুলো। সূত্রমতে, অবৈধ ভিওআইপি বন্ধে ২০১৫ সালে সেলফোন সংযোগ ব্যবহারকারীর পরিচয় শনাক্তে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিস্টেশন পদ্ধতি চালু করে সরকার। আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযানও চললেও ভিওআইপি কার্যক্রম থেমে নেই। বরং এটি পৌছে গেছে জেলা পর্যায়েও। প্রসঙ্গত, বর্তমানে আন্তর্জাতিক কল থেকে প্রাপ্ত রাজস্বের ৪০ শতাংশ বিটিআরসি, ২০ শতাংশ আইজিডব্লিউ, সাড়ে ১৭ শতাংশ আইসিএক্স এবং সাড়ে ২২ শতাংশ সংশ্লিষ্ট গ্রাহকের অপারেটর বা এক্সেস নেটওয়ার্ক সার্ভিস প্রদানকারী পায়।